Skip to content

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেও | খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেও | খেলা

<![CDATA[

প্রথম ওয়ানডের পর বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটিও। ম্যাচ পণ্ড হলেও ‘উইমেন্স চ্যাম্পিয়নশিপের’ অন্তর্ভুক্ত হওয়ায় দুদলই পাচ্ছে একটি করে পয়েন্ট।

মঙ্গলবার (২ মে) কলম্বোর পি সারা ওভালে সকাল সাড়ে ১০টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা ছিল জাহানারাদের। কিন্তু বৃষ্টির কারণে এদিন মাঠে বল গড়ানোর সুযোগ পায়নি। তাতে ম্যাচ অফিশিয়ালরা খেলা পরিত্যক্তের ঘোষণা দেন।

 

আরও পড়ুন: লন্ডনে পৌঁছেছেন তামিম-মুশফিকরাও

 

ফলে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানটিও শেষ হয় কোনো ফলাফল ছাড়া। এর আগে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে তারা ১৫২ রান করার পর নামে বৃষ্টি। এরপর বৃষ্টির কারণে ম্যাচ পুনরায় শুরু হয়নি। আগামী ৪ মে একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডেতে নামবে দুই দল। সেটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ হবে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।  ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে টেবিলের সাতে অবস্থান নিগার সুলতানা জ্যোতিদের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা।

 

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ওদের কন্ডিশনেও হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ: সুজন

 

এদিকে ওয়ানডে সিরিজ শেষে আগামী ৯ মে থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *