Skip to content

বৃষ্টি থামার প্রতীক্ষায় বাঘিনীরা, খেলা না হলেই পুড়বে কপাল | খেলা

বৃষ্টি থামার প্রতীক্ষায় বাঘিনীরা, খেলা না হলেই পুড়বে কপাল | খেলা

<![CDATA[

এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য এখন ঝুলে আছে সম্পূর্ণ প্রকৃতির ইচ্ছার ওপর। বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনো মাঠে গড়ায়নি। এমনকি টস পর্যন্ত গড়ায়নি মাঠে। এ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে উঠে যাবে টাইগ্রেসরা। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে চলে যাবে থাইল্যান্ড।

এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা ক্ষীণ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে। তবে ভারতের বিপক্ষে থাইল্যান্ডের হারে ফের উজ্জ্বল হয় স্বপ্ন। কোন সমীকরণের দিকে চেয়ে থাকা নয়, বরং সংযুক্ত আরব আমিরাতকে হারালেই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

তবে বাদ সেধেছে বেরসিক বৃষ্টি। সিলেটে বাংলাদেশের আগের ম্যাচটিও গড়াতে পারেনি নির্দিষ্ট সময়ে। ৭ ওভারে নেমে আসা সে ম্যাচে মাত্র ৪১ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মঙ্গলবারের (১১ অক্টোবর) ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। এখন পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচ তো দূরের কথা টস পর্যন্তও মাঠে গড়ায়নি। তাতে নিশ্চিত যে, শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালেও ওভার কমে আসবে। তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও। সে ক্ষেত্রে কপাল পুড়বে বাংলাদেশের।

আরও পড়ুন:বাংলাদেশের ম্যাচে ফের বৃষ্টির বাগড়া

এই ম্যাচের আগে ৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। সেমিফাইনাল খেলতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচটি যদি বাংলাদেশ জেতে তবে তাদের পয়েন্ট দাঁড়াবে থাইল্যান্ডের সমান। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ যদি হেরে যায় বা ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলবে থাইল্যান্ডের মেয়েরাই।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *