Skip to content

বেরোবিতে বসন্ত উৎসব উদ্‌যাপন | বাংলাদেশ

বেরোবিতে বসন্ত উৎসব উদ্‌যাপন | বাংলাদেশ

<![CDATA[

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে বসন্ত উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নাচেগানে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বসন্ত উৎসব অনুষ্ঠানমালার জন্য বর্ণিল রঙে সাজানো হয় ক্যাম্পাস।

বসন্ত উৎসব উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূরকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন নন্দিত এ অভিনেতা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য বাঙালির সর্বজনীন প্রাণের উৎসবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত হওয়া উচিত। সব অংশীজনের মিলিত প্রচেষ্টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্ট সংস্কৃতিজন ও জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন: শিল্পকলায় ‘বসন্ত উৎসব’

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিশু শিল্পীরা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *