<![CDATA[
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ছয় দিনব্যাপী বইমেলা। প্রতিবারের মতো এবারও এই বইমেলার আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রণন ও গুণগুণ।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, বইমেলার এ আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বানও জানান উপাচার্য।
সাংস্কৃতিক সংগঠন গুণগুণের সভাপতি উমর ফারুক বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের প্রসারে বইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়েছে।’
আরও পড়ুন: বইমেলায় ঢুকতে ‘যুদ্ধ’, কথা বলেনি পুলিশ
সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘বইমেলা বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে শিক্ষক ও শিক্ষার্থীদের।’
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের কমিশনার নুরে আলম মিনা বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন পরবর্তী প্রজন্মকে বাঙালি জাতির ইতিহাস জানানোর পাশাপাশি জ্ঞান বিকাশে ও মোবাইল ফোনের আসক্তি দূরীকরণে বিরাট ভূমিকা রাখবে।
বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৬ দিনব্যাপী বইমেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
]]>