Skip to content

বেরোবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্মার্ট সোসাইটির আত্মপ্রকাশ | শিক্ষা

বেরোবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্মার্ট সোসাইটির আত্মপ্রকাশ | শিক্ষা

<![CDATA[

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষে ‘এসো এবং দক্ষতা অর্জন করে স্মার্ট হও’ (কাম অ্যান্ড বি স্মার্ট উইথ স্কিলস) স্লোগানকে সামনে রেখে স্কিলস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ট্রেনিং সোসাইটি (স্মার্ট) নামের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্যালারি রুমে এক সাধারণ সভায় এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হকের উপস্থিতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহম্মেদকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ শিপন তালুকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গবেষণা, প্রবন্ধ-নিবন্ধ-গ্রন্থ প্রকাশনা, সাংবাদিকতা, টিভি সংবাদ উপস্থাপনা, পাবলিক স্পিকিং, যোগাযোগ, ফটোগ্রাফি-ভিডিওগ্রাফি-ডকুমেন্টরি, লিখনশৈলী ও সম্পাদনা ও আইটিসহ প্রভৃতি বিষয়ে দক্ষতার উন্নয়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ বিষয়ে কাজ করবে সংগঠনটি।

আরও পড়ুন: শাবিপ্রবিতে ‘অরবিট্যাক্স সাস্ট এসডব্লিউই টেকনোভেন্ট’ প্রতিযোগিতা

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাহামুদুল হক বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে যাতে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে চাকরির জন্য উপযোগী হয়ে ওঠে এবং কর্মক্ষেত্রে স্মার্ট চাকরিজীবী হিসেবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সে জন্যই এ ধরনের দক্ষতাভিমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে সুদক্ষ ও বাস্তব জ্ঞানমুখী করে তোলা। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *