Skip to content

বেসামরিক ইসরায়েলির গুলিতে ফিলিস্তিনি নিহত | আন্তর্জাতিক

বেসামরিক ইসরায়েলির গুলিতে ফিলিস্তিনি নিহত | আন্তর্জাতিক

<![CDATA[

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। শুক্রবার (২৬মে) অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল হেবরনের দক্ষিণে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়। খবর আল-জাজিরার।

২৮ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম আলা কায়সিয়াহ

 

স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে,শুক্রবার পশ্চিম তীরের দক্ষিনণাঞ্চল হেবরনের দক্ষিণে এক ‘দখলদারের ‘ গুলিতে আলা কায়সিয়াহ নামের এক ফিলিস্তিনি মারা গেছে।

 

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নিহত ওই ফিলিস্তিনি  তেনে ওমারিম বসতিতে একজন বাসিন্দাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল । সে সময় একজন সশস্ত্র বেসামরিক তাকেগুলি করে হত্যা করেছ। অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।

 

সামরিক বাহিনী আরও বলেছে, হামলাকারী ‘নিরপেক্ষ’ ছিলো। আর সেখানে কোনও ইসরায়েলি হতাহত হয়নি।

 

আরও পড়ুন: পিঠে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরাইল

 

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইহুদি শাভুত উৎসবের প্রর্থনার জন্য ওই বসতিতে লোকজন জমায়েত হয়েছিলো। সেখানেই এই ঘটনা ঘটে।

 

সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ফিলিস্তিনি গেটের নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকছে। এরপর তাকে বসতির মধ্যে ছুরি হাতে হাঁটতে দেখা যায়। তবে ভিডিওতে লোকটিকে ছুরিকাঘাত করতে বা তাকে গুলি করতে দেখা যায়নি।

 

নিহত কায়সিয়াহর ভগ্নিপতি নানা বলেন, ৯ ভাইবোনের মধ্যে কায়সিয়াহ সবার ছোট ছিলেন। তিনি কোনও সশস্ত্র বাহিনীর সদস্য ছিলো না।এদিকে কোনও্র সশস্ত্র বাহিনী কায়সিয়াহকে তাদের সদস্য বলে দাবি করেননি।

 

আরও পড়ুন: পশ্চীম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

 

চলতি বছরের শুরু থেকেই ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ সহিংসতায়ং রুপ নিয়েছে। এখন পর্যন্ত দুইপক্ষের সংঘর্ষে ১৪০জন ফিলিস্তিনি, ১৯জন ইসরায়েলিসহ বহু প্রবাসী নিহত হয়েছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *