<![CDATA[
বৈদ্যুতিক দুর্ঘটনারোধে সর্তকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সতর্কতাই নিশ্চিত করবে সুস্থ ও নিরাপদ জীবন।
সোমবার (৩ জুলাই) এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এ সময় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। সতর্কতা বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: কারিগরি ত্রুটিতে বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
তিনি আরও বলেন, কোথাও বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকলে বিদ্যুৎ অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে। বিদ্যুৎ বিলের কাগজের পেছনে স্থানীয় অফিসের নাম্বার দেয়া থাকে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া বিদ্যুতের তারের উপর গাছ, বাঁশ ইত্যাদি পড়ে থাকলে কিংবা কোথাও কোনো খুঁটি হেলে পড়লে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন নসরুল হামিদ।
]]>