Skip to content

ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে দুঃসংবাদ দিল অ্যাস্টন ভিলা | খেলা

ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে দুঃসংবাদ দিল অ্যাস্টন ভিলা | খেলা

<![CDATA[

খারাপ সময় পেছনে ফেলে সবে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপে কৌতিনহো। তবে সেটা খুব বেশিক্ষণ তার জন্য সুখস্মৃতি হয়ে থাকেনি। গোল পাওয়ার ম্যাচেই তাকে পড়তে হয়েছে ইনজুরিতে। যেটা তাকে প্রায় এক মাসের জন্য মাঠ থেকে ছিটকে দিয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি।

ব্রাজিলের ফুটবলে একসময় দারুণ সম্ভাবনা দেখিয়েছিলেন কৌতিনহো। তরুণ বয়সেই নজর কেড়ে জায়গা করে নেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোতে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই যেন হারাতে বসেছেন ৩০ বছর বয়সী কৌতিনহো।

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে চলতি মৌসুমে টানা ২১ ম্যাচে গোলশূন্য ছিলেন এ ব্রাজিলিয়ান। উইঙ্গার হয়েও তার ভূমিকা ছিল না অ্যাসিস্টেও। অবশেষে ২২তম ম্যাচে শক্তিশালী আর্সেনালের বিপক্ষে গত ১৮ ফেব্রুয়ারি প্রথম গোলের দেখা পান কৌতিনহো। তার গোলে ম্যাচে লিডও পেয়েছিল অ্যাস্টন ভিলা। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ম্যাচের ৬২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন: ফিফা বর্ষসেরা পুরস্কার দেয়া হবে সোমবার

ধারণা করা হচ্ছিল, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে উঠতে তার হয়তো সপ্তাহখানেক লাগবে। কিন্তু একসপ্তাহ পর দলের কোচ উনাই এমেরি সংবাদ সম্মেলনে এসে জানান, এক সপ্তাহ নয়, তাকে হয়তো মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে।

স্প্যানিশ এ কোচ বলেন, ‘কৌতিনহো পেশিতে চোট পেয়েছেন। তার সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগবে। আমার মনে হয়, সে এক মাসের জন্য ছিটকে গেছে। সেটা কম বা বেশিও হতে পারে।’

আরও পড়ুন: ছোটবেলার ক্লাবে ফিরলেন মার্সেলো

যার মানে, এভারটনের বিপক্ষে বিশ্রামে থাকা কৌতিনহো অ্যাস্টন ভিলার পরবর্তী তিন ম্যাচেও দলের সঙ্গে থাকতে পারবেন না। ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম এবং বোর্নমাউথের সঙ্গে যথাক্রমে আগামী ৪, ১২ ও ১৮ মার্চ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে ভিলা।

কোচ এমিরিও নিশ্চিত করেছেন, কৌতিনহো মাঠে ফিরবেন আন্তর্জাতিক বিরতি শেষেই। অর্থাৎ আগামী ১ এপ্রিল চেলসির বিপক্ষে ম্যাচের আগে মাঠে দেখা যাবে না এ ব্রাজিলিয়ানকে।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *