Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন ৯ গুণী ব্যক্তি | বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন ৯ গুণী ব্যক্তি | বাংলাদেশ

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের নয়জন বিশিষ্ট গুণী ব্যক্তিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক-২০২৩ প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, প্রশাসন, আইন-শৃঙ্খলা, সাংবাদিকতা, সঙ্গীত, সংস্কৃতি পুরুষ ও নারীসহ নয়টি ক্যাটাগরিতে নয়জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- চিকিৎসায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, শিক্ষায় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সাহিত্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথা সাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন-শৃঙ্খলায় বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সঙ্গীতে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান।

আরও পড়ুন: একুশে পদক: দৃষ্টিহীনের অসাধারণ দৃষ্টি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরাকর, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎস পরিষদের সভাপতি আবু সাঈদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গুণীজন সংবর্ধনা পরিষদের উপদেষ্টা ও প্রদান পৃষ্টপোষক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: ভাষা আন্দোলনে অবদান রাখায় ‘একুশে পদক’ পেলেন খালেদা মনযুর-ই-খুদা

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া গুণীজন সংবর্ধনা পরিষদ একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই পরিষদ স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের গুণী ব্যক্তিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় শুক্রবার দেশের নয়জন খ্যাতিমান ব্যক্তিকে এই পদক প্রদান করা হয়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *