Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া ( ৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ‍জুন) সন্ধ্যায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো: ছগির মিয়া কুড়িঘর গ্রামের আবু ছালামের ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গত সোমবার (২৬ জুন) রাতে খড়িয়ালা গ্রামে একদল যুবক জুয়ার আসর বসায়। সেখানে ছগির মিয়া উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ছগির মিয়া তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের একদিন পর তার লাশ নদীতে ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা  

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আরও কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *