Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন | বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন | বাংলাদেশ

<![CDATA[

শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সব শহীদের স্মরণে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির শুরুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মোমবাতি হাতে নিয়ে আলোর মিছিল করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এসে জড়ো হন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বঙ্গবন্ধু স্কয়ার।
 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
 

জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলেন, এর মধ্য দিয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হলো।
 

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধ /ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ
 

তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে আবারও পেছনে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান শিপুসহ স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *