<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব বাজারে ‘তানিম জেনারেল স্টোর’ নামে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পরিকল্পিতভাবে দোকানে আগুন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বাসুদেব বাজারে একটি মুদি দোকানে আগুন দেখতে পেয়ে বাজারের নৈশপ্রহরী ব্যবসায়ীদের খবর দেন। পরে খবর দিলে আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামের আগুনে পুড়লো ১০ দোকান, ঘুমিয়ে থাকা ইদ্রিসের মৃত্যু
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহাদাৎ হায়দার প্রভাত জানান, গত ২ ডিসেম্বর দুপুরে নামাজের সময় দোকানটিতে চুরির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মামলা করা হয়। মামলায় আলামিন ও কামরুল নামে স্থানীয় দুই বখাটেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দোকান থেকে চুরি হওয়া কিছু মালামালও জব্দ করা হয়। গ্রেফতার দুজন বর্তমানে জেলহাজতে রয়েছে। তাদের নির্দেশেই তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে। এতে তার অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আখাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: মনোহরদীতে আগুনে পুড়েছে ১০ দোকান
তিনি বলেন, ‘ভুক্তভোগী আমাদের বলেছেন, দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি স্বাভাবিক নাকি দুর্বৃত্তের দেয়া আগুন–খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারো নাম উঠে এলে তাকে আইনের আওতায় আনা হবে।
]]>