Skip to content

ভারতকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বলে আখ্যা দিলেন মোদি | আন্তর্জাতিক

ভারতকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বলে আখ্যা দিলেন মোদি | আন্তর্জাতিক

<![CDATA[

ভারতকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি ভারতকে ‘বৈচিত্র্যের মডেল’ বলেও ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি এই আখ্যা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্যারিসে ভারতীয় অভিবাসীদের সঙ্গে আলাপকালে মোদি জানান, বিশ্ব ক্রমেই একটি ‘নতুন বিশ্ব ব্যবস্থার’ দিকে এগিয়ে যাচ্ছে। তার মতে, বিশ্ব যেভাবে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাল মেলানোর সক্ষমতা ভারতের রয়েছে এবং বিশ্ব ব্যবস্থার এই পরিবর্তনে ভারতেরও ভূমিকা রয়েছে।

 

ভারতের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়টি উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘এসব বৈচিত্র্যই মূলত ভারতের শক্তি। ভারত হলো, “মাদার অব ডেমোক্র্যাসি” এবং “বৈচিত্র্যের মডেল” এবং এই দুটি বিষয়ই আমাদের মহান শক্তি, আমাদের সামর্থ্যের উৎস।’ 

এ সময় মোদি জানান, ভারতের মানুষ শতাধিক ভাষায় কথা বলে। এর মধ্যে আবার উপভাষা রয়েছে ১ হাজারেরও বেশি। দেশটিতে প্রতিদিন শতাধিক ভাষায় ৩২ হাজার সংবাদপত্র ছাপা হয়। বিভিন্ন ভাষায় ৯ শতাধিক টিভি চ্যানেল সম্প্রচারিত হয়।  

 

আরও পড়ুন: ফ্রান্স সফরে মোদি

 

অনুষ্ঠানে মোদি জানান, ফ্রান্স আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ দিতে পাঁচ বছর মেয়াদি ভিসা চালু করবে বলে জানিয়েছে।  

 

বর্তমান বিশ্ব ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে এবং নতুন বিশ্ব ব্যবস্থা আসন্ন উল্লেখ করে মোদি বলেন, ‘আজ, বিশ্ব একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে ভারতের সক্ষমতা এবং ভূমিকাও দ্রুত বদলে যাচ্ছে।’ ভারতে ভূমিকার কথা উল্লেখ করে মোদি আরও বলেন, ‘বর্তমানে ভারত জি-২০ এর সভাপতি। প্রথমবারের মতো, একটি দেশের সভাপতিত্বে বিশ্বের বিভিন্ন দেশে দুই শতাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।’

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন হোক, বৈশ্বিক সরবরাহ চেইন হোক, সন্ত্রাসবাদ হোক, চরমপন্থা হোক, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের অভিজ্ঞতা এবং প্রচেষ্টা বিশ্বের কাছে সহায়ক বলে প্রমাণিত হচ্ছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *