Skip to content

ভারতের টেস্ট জার্সি নিয়ে বিতর্ক | খেলা

ভারতের টেস্ট জার্সি নিয়ে বিতর্ক | খেলা

<![CDATA[

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে নতুন এক ডিজাইনের জার্সি পরে খেলছে ভারত। সেই জার্সি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রায় দেড়শ’ বছরের পুরনো টেস্ট ক্রিকেটে অনেক কিছু বদলালেও এখন পর্যন্ত বদলায়নি এই জার্সি।

আগে টেস্ট ক্রিকেটে পুরো সাদা জার্সি পরে খেলা হতো। তবে ২০১৯ সালে আইসিসি টেস্ট জার্সিতে রঙিন হরফে নাম এবং নম্বর লেখা চালু করে। যা প্রতিটি দেশই অনুসরণ করে খেলছে। তবে ২০২৩ সালে এসে নিজেদের টেস্ট জার্সিতে বিরল পরিবর্তন আনল ভারত। যার কারণে বিতর্কের মুখে পরেছে ম্যান ইন ব্লুরা।

ভারতীয় দলের জার্সির স্পন্সর আমেরিকার একটি কোম্পানি। তারাই এই জার্সি তৈরি করেছে। কোম্পানিটির লোগোর রং অনুযায়ী ভারতের জার্সিতে এখন দেখা যাচ্ছে হালকা নীল রঙের আধিক্য। নাম এবং জার্সি নম্বরের পাশাপাশি কাঁধে তিনটি স্ট্রাইপ এবং কলারেও হালকা নীল রং রয়েছে।

 

আরও পড়ুন: বাবার পর ছেলেকে আউট করে ‘রেকর্ডবুকে’ অশ্বিন 

তবে সবচেয়ে বড় আপত্তি উঠেছে জার্সিতে থাকা মূল স্পন্সরের লোগে নিয়ে। জুয়া কোম্পানি ‘ড্রিম ইলেভেন’-এর নাম জার্সির বুকে লাল রং দিয়ে এমনভাবে লেখা হয়েছে, যা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগছে। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের অনেকেই এই জার্সিকে সমালোচনা করছে।

 

টেস্ট ক্রিকেটে ভারতই প্রথম জার্সির এমন বড় পরিবর্তন এনেছে। এমন পরিবর্তন নিজেদের সবার থেকে কিছুটা আলাদা করে রাখলেও, সমর্থকদের কাছে থেকে সমালোচনা বাদে কিছুই পায়নি তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগে নতুন জার্সি পরে ফটোশুট করেছিল ভারতের ক্রিকেটাররা। সেখানেও ভক্তদের অনেকে সমালোচনা করে মন্তব্য করেছেন।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *