<![CDATA[
ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধনের পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিরোধীদের বয়কটের মধ্যে হাজার কোটি রুপির অত্যাধুনিক এ পার্লামেন্টকে কফিনের সঙ্গে তুলনা করে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে বিহারের ক্ষমতাসীন দল আরজেডি। তবে একে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে মামলার হুমকি দিয়েছে বিজেপি। খবর এনডিটিভির।
রোববার (২৮ মে) ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধুমধামভাবে উদ্বোধন করা হলেও মাথাচাড়া দিয়ে উঠেছে একের পর এক বিতর্ক।
রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন না করানো নিয়ে আগেই তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই বিতর্ক আরও উসকে দিয়েছে নতুন ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে রাষ্ট্রীয় জনতা দল-আরজেডির টুইট।
টুইটে ক্ষমতাসীন দল আরজেডি এক পাশে নতুন ভবন আরেক পাশে কফিনের ছবি দিয়ে ক্যাপশনে প্রশ্ন করা হয়, এটা কী? এর কিছুক্ষণ পরই দলটির এ টুইট রীতিমতো ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন মোদি
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সংবাদ সম্মেলন ডেকে ওই টুইটের জন্য আরজেডিকে এক হাত নিয়েছেন বিহার বিজেপির শীর্ষ নেতা ও রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। যারা নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করায় দলটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের হুমকি দেন তিনি। এর আগেও আরজেডির পক্ষ থেকে পুরানো পার্লামেন্ট শূন্যের সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন সুশীল মোদি।
যদিও ওই টুইটের ব্যাখ্যা দিয়ে লালু প্রসাদের দলের নেতা শক্তি সিং যাদব বলেছেন, মোদি শাসনামলে দেশের গণতন্ত্রকে কবরে পাঠানো হচ্ছে। সেটা বোঝাতেই কফিনের ছবি।
]]>