Skip to content

ভারতের বিপক্ষে কত রান দরকার, জানালেন সাকিব | টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের বিপক্ষে কত রান দরকার, জানালেন সাকিব | টি-টোয়েন্টি বিশ্বকাপ

<![CDATA[

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। গেম প্ল্যান সেট করে সর্বোচ্চটা দিয়ে ক্রিকেটাররা লড়বে বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে রোহিত বাহিনীকেই ফেবারিট মানছেন বাংলার কাপ্তান। তবে প্রথমে ব্যাট করে ১৬০-১৭০ রান তুলতে পারলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দুদলের মাঝে পার্থক্য বিস্তর, টি-টোয়েন্টি ফরম্যাটে তো আরও। তবে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই যেন সমর্থকদের কাছে বাড়তি উত্তাপ, আর বাড়তি প্রত্যাশা। হয়তো মাঠের লড়াইয়ে গেল ক’বছর ধরে প্রতিবেশী দলটার নানা বিতর্কিত সিদ্ধান্তের শিকার লাল-সবুজরা হয়েছে বলেই এই বৈরিতা দর্শক মহলে।

দর্শক আবেগ কতটা ছুঁয়ে যায় ক্রিকেটারদের? পুরোটা অনুধাবন করা সম্ভব না হলেও সাকিবদের মাঠের পারফরম্যান্স দেখে ঠিকই আঁচ করা যায়। আর তাই অ্যাডিলেডে বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে কাপ্তান খুঁজে পান যুদ্ধের আবহ। যে লড়াই জয় করতে গেম প্ল্যান সেট করছে সাকিব বাহিনী।

মঙ্গলবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।

আরও পড়ুন: আফগানদের বিদায় করে সেমির আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা

সুপার টুয়েলভের তৃতীয় রাউন্ড শেষে অনেকটা একই বৃন্তে ভারত-বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে বদলে যাবে গতিপথ। বিশ্বকাপ জয়ের মিশনে আসা টিম ইন্ডিয়া নিশ্চিতভাবেই ফেবারিট এই ম্যাচে। বাংলাদেশের লক্ষ্য অবশ্য অতটা বড় নয়। তবে ভালো খেলার ইচ্ছা আছে দলটার।

হাইভোল্টেজ ম্যাচে নামার আগে ভারতকেই এগিয়ে রাখলেন সাকিব। বললেন, ‘ভারত ফেবারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেবারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করব।’

লড়াইয়ের মঞ্চে ছেড়ে দেয়ার কোনো অপশন থাকে না। নিশ্চিতভাবে অ্যাডিলেডে ছাড়বে না বাংলাদেশও। লাল-সবুজদের ১৮ কোটি দর্শককে ভারত-বধের পৈশাচিক আনন্দে ভাসাতে সাকিবরা গর্জে উঠুক আরও একবার।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবকে বলিউড সুপারস্টার মনে করা হয়েছিল

টাইগার অধিনায়ক বলেন, ‘সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষেও আমরা একই রকম মানসিকতা নিয়ে খেলতে চাই। প্রথমে ব্যাট করতে পারলে ১৬০-১৭০ রান তোলার চেষ্টা করব। তাহলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সম্ভব হবে।’

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *