Skip to content

ভারত সিরিজে ভালো করতে প্রস্তুত জ্যোতি | খেলা

ভারত সিরিজে ভালো করতে প্রস্তুত জ্যোতি | খেলা

<![CDATA[

গত বছরটি দুর্দান্ত কেটেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। এদিকে ১১ বছর পর জুলাইয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ভারত। সেই সিরিজে নিজেকে নতুন করে মেলে ধরতে চান বাংলাদেশের অধিনায়ক।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে ভারত সিরিজের জন্য নিজেকে তৈরি করতে চান জ্যোতি। পাশাপাশি নিজের স্ট্রাইকরেট বাড়ানোতেও মনোযোগ দিতে চান তিনি।

 

আরও পড়ুন: আফগান সিরিজে মাহমুদউল্লাহকে না রাখার গুঞ্জন

স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষায় কঠোর অনুশীলনই জোতির মূল লক্ষ্য। নারীদের প্রিমিয়ার লিগের শুরুতেই রূপালী ব্যাংকের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন। জ্যোতির ধ্যানজ্ঞান এখন শুধুই লিগ। 

১১ বছর পর আগামী জুলাই মাসে হারমনপ্রিত করদের ভারত সফরকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জ্যোতি। আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এ সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের। কারণ, ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চাইলে এ সিরিজের পয়েন্ট পাওয়ার বিকল্প নেই জ্যোতিদের।

ক্লাবের প্রতিও আছে দায়িত্ববোধ। রূপালী ব্যাংককে শিরোপা উপহার দেয়ার পাশাপাশি নিজের স্ট্রাইকরেটেও উন্নতি আনতে চান জ্যোতি।

নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা এখন ওয়ানডে চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনায় রেখেছি। সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। ভারত সিরিজ থেকে পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপসহ ২০২৫ বিশ্বকাপ খেলা সহজ হয়ে যাবে।’

 

আরও পড়ুন: অতীতের মতোই জ্বলে উঠবেন তামিম: শান্ত

এদিকে জুলাই মাসে ভারতের আসার কথা থাকলেও এখনও চূড়ান্ত হয়নি সিরিজের সূচি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *