Skip to content

ভাষাশহীদদের প্রতি মেয়র তাপসের শ্রদ্ধা | বাংলাদেশ

ভাষাশহীদদের প্রতি মেয়র তাপসের শ্রদ্ধা | বাংলাদেশ

<![CDATA[

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, কর্পোরেশনের সংরক্ষিত আসন ৬-এর কাউন্সিলর নারগীস মাহতাব ও সংরক্ষিত আসন ৭-এর কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ।

আরও পড়ুন: ভাষাশহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

এর আগে রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজানো হয়।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *