<![CDATA[
২০০৯ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েকবার সেমির কাছাকাছি গিয়েও সেরা চারে ওঠা হয়নি লাল-সবুজ দলের। অবশেষে এবার গেরো কাটলো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভারতে পা রাখার আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। দুই অতিথি দলের সমন্বয়ে অনুষ্ঠিত এবারের সাফ টুর্নামেন্টে সেটা একটু কঠিনই ছিল। তবে কথা রেখেছেন স্প্যানিশ কোচ। মালদ্বীপ এবং ভুটানকে হারিয়ে সেরা চারে উঠেছে তার দল।
বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজ দলের হয়ে একটি করে গোল করেছেন শেখ মোরসালিন এবং রাকিব হোসেন। এছাড়া ভুটানি ডিফেন্ডার জিগমের গোলে আরেকটি গোল উপহার পেয়েছেন জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের হয়ে একটি গোল করেছেন সেন্দা দর্জি।
বিস্তারিত আসছে…
]]>