Skip to content

ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা | খেলা

ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা | খেলা

<![CDATA[

কেবল ড্র করলেই নিশ্চিত হতো ফাইনাল। কিন্তু বাংলাদেশের মেয়েরা শুধু জয়ে বিশ্বাস করেন। আর তার প্রমাণ দেখা গেল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে। ম্যাচটিতে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় বাংলাদেশের মেয়েরা। তাতে নিশ্চিত হয় টুর্নামেন্টের ফাইনাল। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: রোনালদোর জন্মদিনে যা করল আল নাসর

এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। জয় তুলে নিয়ে বাংলাদেশের সামনে সহজ সুযোগ করে দেয় নেপাল। লাল-সবুজের দলটি জয় বা ড্র করলেই উঠে যেত ফাইনালে।

কিন্তু বাংলাদেশ ড্রয়ে নয়, জয়ে বিশ্বাসী। সে জন্য ভুটানের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখল ইয়াং টাইগ্রেসরা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *