Skip to content

ভূমিহীনমুক্ত সিলেটের ৯ উপজেলা | বাংলাদেশ

ভূমিহীনমুক্ত সিলেটের ৯ উপজেলা | বাংলাদেশ

<![CDATA[

সিলেট জেলার ১৩ উপজেলার মধ্যে ৯ উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উপকারভোগীদের মধ্যে বাড়ি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে ভূমি ও ঘরহীন মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। এর আগে চার উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত বলে ঘোষণা করা হয়।

 

দেশের একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এমন লক্ষ্য নিয়ে আশ্রয়ণ প্রকল্প শুরু করে বর্তমান সরকার। ধাপে ধাপে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। তারই ধারবাহিকতায় বুধবার দেশের ২২ হাজার ১০১টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতক ভূমিসহ প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি ঘর উপহার দেয়া হয়েছে। এসব ঘরের সাথে আছে রান্নাঘর এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থাও রয়েছে।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে কেঁদে ফেললেন তৃতীয় লিঙ্গের মায়া

 

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেটের ৪ জেলার ২ হাজার ২শ’ ৮৭ জনকে উপহারের ঘর সবার মধ্যে বিতরণ করে দেয়া হয়েছে।

 

এরমধ্যে অবশ্য সিলেট জেলায় ঘর পেয়েছেন ৫৯৭জন। সিলেট সদরে ১৭৫, বালাগঞ্জে ৪৬, বিয়ানীবাজারে ১৮, বিশ্বনাথে ৭১, কোম্পানীগঞ্জে ১৫, গোলাপগঞ্জে ৮৮, জকিগঞ্জে ৩০ এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি পরিবার ঘর পেয়েছে। এরমধ্য দিয়ে গোলাপঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত বলে ঘোষণা করা হলো।

 

এর আগে বিভিন্ন ধাপে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল।

 

আর ৪টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করতে পারলেই এই অভিশাপ থেকে মুক্তি পাবে সম্পূর্ণ সিলেট জেলা। উপজেলাগুলো হচ্ছে, সিলেট সদর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *