Skip to content

ভোলায় জাপানি ব্যবসায়ী দলের সঙ্গে কৃষকদের মতবিনিময় | বাংলাদেশ

ভোলায় জাপানি ব্যবসায়ী দলের সঙ্গে কৃষকদের মতবিনিময় | বাংলাদেশ

<![CDATA[

ভোলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য জাপানে সহজ বাজারজাত নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। এ লক্ষ্যে জাপানি প্রতিনিধি দল রোববার (১৩ আগস্ট) ভোলার প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভোলার ব্যাংকেরহাট গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রাণি স্বাস্থ্য কেন্দ্রে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কৃষকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।
 

সভায় প্রধান অতিথি ছিলেন, জাপানের চাল ও অন্যান্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কামেদা গ্রুপের চেয়ারম্যান ডা. লেখ রাজ জুনেজা, ইনডু জুনেজা, রুচি জুনেজা, জাপানের মিনরি গ্রুপের চেয়ারম্যান মিয়া মামুন ও ফু ওয়াং গ্রুপের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
 

আরও পড়ুন: ‘স্মার্ট আনসার নিরাপদ গ্রাম’ ধারণাপত্র বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরে মতবিনিময় সভা

প্রতিনিধি দল ভোলার কৃষকদের উৎপাদিত ভুট্টা, মুগ, মশুর, ধান ও সয়াবিন নিতে আগ্রহ প্রকাশ করেন ও জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউটের কেয়ার গিভিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের জাপানি ভাষা শেখানোর মাধ্যমে জাপানে কর্মসংস্থান করে দেয়ার অঙ্গীকার করেন। 

কৃষক মতবিনিময় সভায় কৃষক ছাড়াও জন উন্নয়ন টেকনিক্যাল ইউনিস্টিটিউটের যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থীরা অংশ নেয়। অুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার লিগ্যাল অ্যান্ড কর্মসূচি পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলাম।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *