Skip to content

মধ্যরাতে দুঃখ প্রকাশ পরীমণির! | বিনোদন

মধ্যরাতে দুঃখ প্রকাশ পরীমণির! | বিনোদন

<![CDATA[

বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিগত জীবনের জের ধরে দেশে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার হঠাৎই মধ্যরাতে ফেসবুকে একটি পোস্টে দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সোমবার (৫ জুন) দিবাগত রাত ৩টায় একটি স্ট্যাটাস ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে শেয়ার করেন পরী। ওই পোস্টে পরীমণি তানভীর তারেক ও জাগো এফএম কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

পোস্টের লেখায় এটা স্পষ্ট যে, মানসিক চাপের কারণে তিনি কমিটমেন্ট রক্ষা করতে পারেননি। এ জন্য অবশ্য বিনীতভাবে মধ্যরাতেই দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চাওয়ার একটি ইমোজি জুড়ে দিয়ে জানিয়েছেন, খুব শিগগিরই এ মানসিক সমস্যা কাটিয়ে নতুন ছন্দে কাজে ফিরবেন তিনি।

আরও পড়ুন: ভিডিও ফাঁসের আগেই কাবিননামা ছিঁড়ে ফেলেন রাজ!

সময় সংবাদের পাঠকের জন্য পরীর পোস্টটি তুলে ধরা হলো–

আমি আন্তরিকভাবে দুঃখিত Tanvir Tareq এবং জাগো এফ.এম কর্তৃপক্ষের কাছে। আপনাদের সাথে আমি আমার কমিটমেন্ট রাখতে অক্ষম হয়েছি। আপনারা আমার বর্তমান মানসিক পরিস্থিতির সাথে রয়েছেন এই আমার অনেক বড় সান্ত্বনা। অনেক কৃতজ্ঞ আপনাদের মানবতার জন্যে। আমি অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে শীঘ্রই আবার আপনাদের সাথে কাজে ফিরব, ইনশাআল্লাহ।🙏

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *