Skip to content

মনপুরায় চরের জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ | বাংলাদেশ

মনপুরায় চরের জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ | বাংলাদেশ

<![CDATA[

ভোলার মনপুরা উপজেলার কাজির চরে জমি দখল নিয়ে বিরোধে পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে তিন পুলিশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যারা হলেন- এএসআই সাগর দে, কনস্টেবল জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম। এদের মধ্যে সাগর ও জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন:  ব্রাহ্মণবাড়িয়ায় মাটি কাটার ড্রেজার-যন্ত্রপাতি জব্দ
 

পুলিশ জানায়, মনপুরার কাজির চরের বন্দোবস্ত দেয়া জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে মো. মাইন উদ্দিন ও স্বপন গ্রুপের মধ্যে বিরোধ চলছে। ওই জমি দখল নেয়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই চরে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে দুপুরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে স্বপন গ্রুপের লোকজন জন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষায় পুলিশ শর্টগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, সংঘর্ঘের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে জরুরিভাবে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *