Skip to content

মস্কোতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক | আন্তর্জাতিক

মস্কোতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক | আন্তর্জাতিক

<![CDATA[

রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠক করেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার( ১০ মে ) আঙ্কারা ও দামেস্কের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে এই বৈঠকে বসেন রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আল-জাজিরার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, গত বছরের সব বিরোধিতা সত্ত্বেও  দামেস্ক ও আঙ্কারার একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে সিরিয়ার সরকারকে তুরস্কসহ সব বিদেশি সেনাকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে আমরা কোনও সমাধানে আসতে পারব না।’

আরও পড়ুন:ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখন একটি  ‘ইতিবাচক এবং গঠনমূলক পরিবেশ’ তৈরি হয়েছে। সিরিয়া-তুরস্ক সম্পর্ককে পুনর্গঠনে একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য দেশগুলোর উপ-পররাষ্ট্রমন্ত্রীদের দায়িত্ব দেয়া হবে।

 

উদ্বোধনী বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এই বৈঠকটি তুরস্ক-সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি রোডম্যাপ তৈরির পথ প্রশস্ত করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র মস্কো। এ ছাড়া তুরস্কের সঙ্গে সিরিয়ার পুনর্মিলনকে উৎসাহিত করেছে রাশিয়া।

 

গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যেও বৈঠক হয়েছিল।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *