Skip to content

মহাবিপদ সংকেতেও বঙ্গোপসাগরে অর্ধশত ট্রলার | বাংলাদেশ

মহাবিপদ সংকেতেও বঙ্গোপসাগরে অর্ধশত ট্রলার | বাংলাদেশ

<![CDATA[

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেয়ার পরও এখনও তীরে ফেরেনি বরগুনার সব মাছ ধরার ট্রলার। বঙ্গোপসাগরে বরগুনার এখনও অর্ধশত মাছ ধরার ট্রলার রয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

শুক্রবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ‘আর কয়েকদিন পরেই সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হবে। এ কারণে জেলেরা শেষ মুহূর্তে বঙ্গোপসাগরে মাছ শিকার করছে। আমরা ঘূর্ণিঝড়ের খবর সব জেলেকে জানিয়েছি। তবে এখনও বরগুনার অর্ধশত ট্রলার মাছ শিকার শেষে তীরে ফিরে আসেনি।’

আরও পড়ুন: উপকূলের আরও কাছে ভয়ংকর মোখা

তিনি আরও বলেন, ‘জেলেদের খুব দ্রুত তীরে ফিরে আসতে আমরা ট্রলার মালিকদের সঙ্গেও কথা বলেছি। আশা করছি, আজ মধ্যরাত অথবা আগামীকাল ভোরের মধ্যে সব ট্রলার উপকূলে এসে নিরাপদ আশ্রয় নেবে।’

মোখার সবশেষ অবস্থান দেখতে ক্লিক করুন

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘গভীর সমুদ্রে মাছ শিকাররত ট্রলারগুলোকে তীরে ফিরিয়ে আনতে আমরা উদ্যোগ নিয়েছি। এরইমধ্যে আমরা এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। এছাড়া কোস্টগার্ডের সঙ্গেও কথা হয়েছে আমাদের। খুব দ্রুতই ট্রলারগুলো তীরে ফিরে আসবে বলে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *