<![CDATA[
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের ঝোঁপ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে মহাসড়কের ফেনী অংশের লেমুয়া কসকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবককে চার থেকে পাঁচদিন আগে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে যায়। যুবকের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। তার বয়স আনুমানিক ৩৮ বছর।
আরও পড়ুন: পটুয়াখালীতে ধানক্ষেতে মিলল কিশোরীর মরদেহ
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মার্মা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।
]]>