<![CDATA[
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামের কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে ফসলের মাঠে নেমেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার (০৬ মে) সকালে রায়গ্রাম কবরার বিলে আর্দশ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। এ সময় রায়গ্রামের নামুল মিনা, মশিয়ার মণ্ডলের প্রায় আড়াই বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
পরে কৃষক নামুল মিনা ও মশিয়ার মণ্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগকে কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: কৃষকের ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী
মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি নাজমুল হাসান বলেন, এ বছর তীব্র গরম, ঝড় বৃষ্টিসহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা কৃষকের ধান কেটেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা ছাত্রলীগের উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান অপু, সোহাগ হোসেন, নাইম হোসেন, রিয়াজ হোসেন, রাকিব হোসেন রাজিব, কুবুতব মোল্লা. সুমনসহ আরও অনেকে।
]]>