Skip to content

মাঠে নামছে চেলসি, খেলবেন তো এনজো? | খেলা

মাঠে নামছে চেলসি, খেলবেন তো এনজো? | খেলা

<![CDATA[

স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহামকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাব চেলসি। মধ্যবর্তী দলবদলে তারকা খেলোয়াড়দের দল ভিড়িয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ব্লুজরা। জয়ের ব্যাপারে শিষ্যদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী গ্রাহাম পটার। সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন, আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের অভিষেক নিয়ে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) একেবারে যাচ্ছেতাই একটা মৌসুম কাটছে চেলসির। ফুটবলারদের হতশ্রী পারফরম্যান্স, সঠিক পরিকল্পনার অভাব কিংবা মাঠে নিজেদের সেরা ফর্ম ধরে রাখতে না পারা; সবকিছু মিলেই চেলসি শিবিরে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। টেবিলেও তাদের অবস্থান খুব একটা ভালো না। টানা তিন ম্যাচ হারার পর লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্লুজরা।

চলতি মৌসুমে অর্থের ঝনঝনানিতে মেতে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। ইউক্রেনিয়ান ফুটবলার মিখাইলো মুডরিককে দলে নিয়ে সাড়া ফেলে দিয়েছিল চেলসি। তবে, এর মধ্যেই আবারো ইংলিশ ফুটবলে শোরগোল তৈরি হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়ে। ইপিএলে সবচেয়ে বেশি অর্থ খরচ করে দলে টেনেছে তাকে। এছাড়াও, মধ্যবর্তী দলবদলে আরও বেশ কয়েকজন ফুটবলারকে কিনেছে ব্লুজরা। তবে, এত আয়োজনের উদ্দেশ্য একটাই। চলতি মৌসুমে নিজেদের অবস্থার পরিবর্তন করা।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

চলতি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশে অবস্থান তাদের। নিজেদের পরবর্তী ম্যাচে জয় তুলে নিতে মুখিয়ে আছে গ্রাহাম পটার বাহিনী। এ ম্যাচে সম্ভাব্য স্কোয়াডে থাকবেন হাকিম জিয়েশ, মিখাইলো মুডরিক, কাই হ্যাভার্টজ, থিয়াগো সিলভারা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদমাধ্যমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পটার বলেন, ‘আমাদের দলে এখন খুব ভালো ফুটবলার আছে। তবে, মাঠের খেলায়তো আমাদের এগারো জনকে নিয়েই নামতে হবে, তাই সবাইকে নিয়ে ম্যাচ খেলা সম্ভব নয়। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। পরবর্তী ম্যাচগুলো ভালো ফলাফলের দিকে চোখ থাকবে আমাদের। তবে, ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে এনজো ফার্নান্দেজকে মাঠে নামানো সম্ভব নয়, কারণ তার এখনো কিছু আনুষ্ঠানিক কার্যক্রম বাকি আছে।’

আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকে আলভেসের ছবি মুছে দিচ্ছেন স্ত্রী

এদিকে, প্রতিপক্ষ ফুলহ্যাম পয়েন্ট টেবিলে চেলসির চেয়ে এগিয়ে আছে। এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচের নয়টি ম্যাচ জিতে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে তারা। ঘরের মাঠে গত ১৩ জানুয়ারি চেলসিকে তারা হারিয়েছিল ২-১ গোলের ব্যবধানে। সে আত্মবিশ্বাস ধরে রেখে টেবিলের অবস্থান উন্নতিতে এ ম্যাচেও জয় তুলে নিতে দৃঢ় প্রত্যয়ী ফুলহাম।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *