Skip to content

মাঠ ছাড়ার পর গোল পেলেন আর্জেন্টাইন তারকা | খেলা

মাঠ ছাড়ার পর গোল পেলেন আর্জেন্টাইন তারকা | খেলা

<![CDATA[

ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর আসার পর থেকে নিত্যনতুন ঘটনার সাক্ষী হচ্ছে ফুটবল। কাতার বিশ্বকাপে তো গোল উদযাপন নিয়ে কতো ঘটনাই ঘটে গেল। এবার লা লিগার ম্যাচে ঘটেছে আরেক নাটক। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম গেটাফে ম্যাচে ঘটেছে অভূতপূর্ব এক ঘটনা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। ম্যাচের ৬০ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় অ্যাটলেটিকোর আর্জেন্টাইন তারকা অ্যানহেল কোরেয়াকে। কিন্তু মাঠ থেকে উঠে যাওয়ার পর তার নামে লেখা হয়ে যায় গোল। সে গোল তিনি  উদযাপন করেন বেঞ্চে বসে।

 

ঘটনার হোতা মূলত ভিএআর। ম্যাচের ৬০ মিনিটের সময় অ্যাতলেটিকোর টমাস লেমার ডি বক্সের বাইরে থেকে জোরাল শট নিয়েছিলেন। কিন্তু সে শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক। শট ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। কাছেই দাঁড়ানো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার কোরেয়া জালে বল জড়িয়ে দেন।  কিন্তু অফসাইডের জন্য সে গোল তাৎক্ষণিকভাবে বাতিল করে দেন রেফারি।

আরও পড়ুন:আত্মঘাতী গোলে হারল রিয়াল, ফসকে যাচ্ছে লিগ শিরোপা

এরই মধ্যে অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে  তাকে তুলে নিয়ে মাঠে নামান ইয়ানিক কারাসকোকে। এদিকে তখন রেফারি ভিএআরে চেক করে দেখছিলেন কোরেয়ার গোলটি। এবং দেখা যায় গোলটি বৈধ। ফলে গোলের বাঁশি বাজান রেফারি।

গোলের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে অ্যাতলেটিকোর খেলোয়াড়রা। গোল করে উল্লাসে ভাসেন কোরেয়াও। তবে তা মাঠে নয়, বরং সাইডলাইনের বাইরে বেঞ্চে। সেখানে তার সঙ্গে যোগ দেন দলটির বাকি খেলোয়াড়রাও।

এই গোলের পর রোজিব্লাঙ্কোসদের অফিসিয়াল পেজ থেকে টুইটও করা হয়। সেখানে লেখা হয়, ‘রোমাঞ্চকর, তবে এটা গোল।’

শেষ পর্যন্ত অবশ্য অ্যাতলেটিকোর এই উল্লাস আর থাকেনি। ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে ম্যাচ ড্র করে গেতাফে।

এই ড্রয়ে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরেই আছে অ্যাতলেটিকো। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *