Skip to content

মাত্র দুই ঘণ্টার জন্য শীর্ষস্থানে উঠেছিল ভারত | খেলা

মাত্র দুই ঘণ্টার জন্য শীর্ষস্থানে উঠেছিল ভারত | খেলা

<![CDATA[

আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে, আবারো দ্বিতীয়স্থানে নেমে গেছে ভারত। এরই সঙ্গে আইসিসির ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে সব ফরমেটে শীর্ষস্থান দখল করার রেকর্ডটা অপূর্ণই থেকে গেলো টিম ইন্ডিয়ার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ের প্রথমস্থান দখল করে নিয়েছিলো টিম ইন্ডিয়া। এরপর চলতি বছরের শুরুতে দখল করে নেয় ওয়ানডের শীর্ষস্থানটাও। সবশেষ নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়েও উঠে আসে নম্বর ওয়ান পজিশনে। এরপর থেকেই ভারতকে অভিনন্দন জানাতে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যম।

তবে, টেস্টের প্রথমস্থানটা বেশিক্ষন স্থায়ীত্ব হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র দুই ঘন্টার ব্যবধানেই আবারো দ্বিতীয়স্থানে নেমে যায় ভারত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আইসিসির দেয়া টেস্ট র‌্যাংঙ্কিংয়ে প্রথমে দেখানো হয়েছিলো ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে ৩ পয়েন্টে পিছিয়ে রেখে শীর্ষস্থানে ভারত, তখন অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ছিলো ১১১।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে বাবরের বিকল্প পেয়ে গেছে পাকিস্তান! 

মাত্র দুই ঘন্টা ব্যবধানেই বদলে গেলো আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের চিত্র। এখন সেখানে দেখানো হচ্ছে অজিরাই শীর্ষস্থানে আছে। বর্তমান রেটিং পয়েন্টে দেখানো হচ্ছে অস্ট্রেলিয়া ২৯ ম্যাচে ১২৬ পয়েন্ট ও ভারত ৩২ ম্যাচে ১১৫ পয়েন্ট।

ভারতের সাথে একপ্রকার মজাই করলো আইসিসি। ভারত যদি টেস্টের শীর্ষস্থানটা দখল করতে পারতো তাহলে আইসিসির ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিন ফরমেটের শীর্ষস্থান দখল করার রেকর্ড গড়া হতো। এর আগে প্রথম ও একমাত্র দল হিসেবে আইসিসির তিন ফরমেটে শীর্ষস্থান দখল করার গৌরব অর্জন করেছিলো দক্ষিণ আফ্রিকা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *