Skip to content

মাদকমুক্ত সমাজ গড়তে কুড়িগ্রামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা | খেলা

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ম্যাচের একটি চিত্র।

<![CDATA[

যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে কুড়িগ্রাম বাইকার্স ক্লাব ও কুড়িগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির উদ্যোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সিরাজুল ইসলাম টুকু। জেলা শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।

কুড়িগ্রাম সীমান্তবর্তী জেলা হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে মাদকের ভয়াবহতা একটু বেশি। এ জেলায় খেলাধুলার মতো বিনোদনের তেমন উপযোগ না থাকায় যুবসমাজ জড়িয়ে পড়ছে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদকের নেশায়। যে কারণে যুব সমাজকে সুস্থ বিনোদন দিতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

আরও পড়ুন: শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন মারুফ বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে এখানে মাদকের প্রভাব একটু বেশি। যাতে করে যুবসমাজ মাদকের নেশায় জড়িয়ে না পড়ে সে কারণে এ আয়োজন।

জেলার ৯ উপজেলা থেকে দল এসে এখানে খেলছে। এই খেলার বিনোদন নিতে প্রচুর দর্শকের সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ম্যাচের চিত্র।

কুড়িগ্রামের ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও খেলার উদ্বোধক প্রধান অতিথি সিরাজুল ইসলাম টুকু বলেন, দীর্ঘদিন পর জেলায় যুব সমাজকে বিনোদন দিতে ও মাদক থেকে সরিয়ে রাখতে ব্যাডমিন্টনের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করাটা সত্যিই প্রশংসনীয়। এর ফলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ সমাজ গড়ে উঠবে।

অনেক দিন পর ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখতে এসে উচ্ছ্বসিত দর্শকরা। নিয়মিত খেলাধুলার মতো এমন সুস্থ বিনোদন আয়োজনের দাবি তাদের।

আরও পড়ুন: রংপুরের তিন বধির ক্রিকেটার ডাক পেলেন জাতীয় দলের ক‍্যাম্পে

১০ দিনব্যাপী এ টুর্নামেন্টে কুড়িগ্রামের ৯ উপজেলার ২৪টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে খেলোয়াড়দের বয়সসীমা রাখা হয়েছে ১৬ থেকে ৪৭ বছর পর্যন্ত। বিজয়ী দল পাবে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দল পাবে ৭ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি। এ ছাড়াও খেলায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়দের জন্য বন বিভাগের পক্ষ থেকে দেয়া হবে একটি করে গাছ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *