Skip to content

মাদক কারবারিদের হামলায় সাংবাদিক আহত | বাংলাদেশ

মাদক কারবারিদের হামলায় সাংবাদিক আহত | বাংলাদেশ

<![CDATA[

কুষ্টিয়ায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন ‘দৈনিক দিনের শেষে’ পত্রিকার জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে।
 

হাসপাতালে আহত সাংবাদিক নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় জুগিয়ে মোড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় এলাকার চিহ্নিত মাদককারবারিরা মাদকের লেনদেন করছিল। তাদের বাধা দিলে মাদক কারবারি হাফিজ ও মানিকের নেতৃত্বে একদল যুবক হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
 

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন জোটবদ্ধ হয়ে মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
 

আরও পড়ুন: খুলনায় বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

হামলার ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সাংবাদিক নিজাম উদ্দিন।
 

এদিকে হামলার ঘটনা জানতে পেরে গুরুতর আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে হাসপাতালে দেখতে যান কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়ার খবর-এর প্রকাশক ও সম্পাদক যুবায়ের রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৈহিদী হাসান, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ-এর কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সময় টিভির নিজস্ব প্রতিবেদক এস এম রাশেদসহ গণমাধ্যমকর্মীরা।
 

সাংবাদিক নিজাম উদ্দিনের ওপর মাদক কারবারিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *