<![CDATA[
মোংলায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় হাসিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোংলা পৌর শহরের জিয়া সড়কের মোস্তফার ছেলে সাকিল (৩০)কে এলাকায় মাদক বিক্রি করতে বাধা দেয়ার কারণেই হাসিনা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর ও হামলা চালায় মাদক বিক্রেতা। এ সময় হাসিনা বেগমের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় হাসিনা বেগমের (৪৫) ডান পা ভেঙে যায় এবং ছুরির আঘাতে মাথায় ক্ষত হয়।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়েছে মোংলা-বেনাপোল বন্দর
মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা হাসিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
]]>