<![CDATA[
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী মা নিহত ও তার ছেলেসহ দুজন আহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম (৪৫) রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।
আহত ছেলে সাজিদ মোল্লা (১৬) ও ভ্যানচালক শামীম শেখকে (১৪) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে ঢাকাগামী গ্রিনলাইনের যাত্রীবাহী একটি বাস টেকেরহাট-রাজৈরগামী একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী লাকি বেগম ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং তার ছেলে সাজিদ মোল্লা ও ভ্যানচালক শামীম শেখ গুরুতর আহত হয়। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
]]>