<![CDATA[
গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসও জানিয়েছে, সফরটি আপাতত হচ্ছে না।
তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
আগামী ৭ ফেব্রুয়ারি রাতে ৩ দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের। পরদিন ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল।
এ ছাড়া ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিতর হওয়ার কথা ছিল।
]]>