<![CDATA[
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পুনরায় এ ধরনের তৎপরতা চালানো হলে ভূপাতিত করার হুমকি দিয়েছে কিম প্রশাসন। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, সোমবার (১০ জুলাই) পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে বেশ কয়েকবার উত্তর কোরিয়ার দশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে মার্কিন নজরদারি ড্রোন।
কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিন পাঠানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে এমন অভিযোগ করলো পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে এ ধরনের তৎপরতা আবারও চালানো হলে সঙ্গে সঙ্গে তা ভূপাতিত করার হুমকি দিয়েছে দেশটি।
আরও পড়ুন: গুপ্তচর স্যাটেলাইট বিধ্বস্তকে ‘গুরুতর ব্যর্থতা’ বলছে উত্তর কোরিয়া
পিয়ংইয়ংয়ের এমন অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও অস্বীকার করেছে সিউল। সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি সাং জুন বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কোরীয় উপদ্বীপের চারপাশে আন্তর্জাতিক আকাশ সীমা যৌথভাবে টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ড্রোন।
তিনি বলেন, কোরীয় উপদ্বীপে আমরা নিয়মতি যৌথভাবে নজরদারি করে থাকি। উত্তর কোরিয়ার যে অভিযোগ এনে তার কোনো ভিত্তি নেই। এ ধরনের মিথ্যা অভিযোগ তুলে নতুন করে উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: রুশ হেলিকপ্টার গুলি করে ‘ভূপাতিত’ করল ভাড়াটে ওয়াগনার গ্রুপ
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই পিয়ংয়ের নতুন এ অভিযোগ সংকটের মাত্রা আরও জটিল করে তুলবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ার পাশাপাশি জোরদার হতে পারে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্রের কর্মসূচি।
]]>