Skip to content

মালদ্বীপের ক্লাবকে হারাতে বদ্ধপরিখর আবাহনী | খেলা

মালদ্বীপের ক্লাবকে হারাতে বদ্ধপরিখর আবাহনী | খেলা

<![CDATA[

এএফসি কাপ কোয়ালিফায়ার খেলতে সিলেটে পৌঁছে অনুশীলন করেছে আবাহনী। মালদ্বীপের ‘ক্লাব ঈগলসের’ বিপক্ষে জয় পেতে বদ্ধপরিকর ফুটবলাররা। ক্লাবের নতুন বিদেশি ফুটবলারদের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তারা।

কাক ডাকা ভোরে আবাহনী ক্লাব প্রাঙ্গণে এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, মুজাফফরভ ও রহমত মিয়ারাও ছিলেন। গন্তব্য সিলেট, যেখানে আগে থেকেই ঘাটি গেড়েছে মালদ্বীপের ক্লাব ঈগলস। আর ঈগলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ মিশন শুরু করবে ঢাকা আবাহনী। তবে এই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আকাশী-নীলরা।  

 

গেল মৌসুমটা তেমন ভালো কাটেনি ঢাকা আবাহনীর। লিগ শিরোপার পর ফেডারেশন কাপও হাতছাড়া হয় তাদের। নিয়ম অনুযায়ী, ফেডারেশন কাপের কোয়ালিফায়ার খেলার কথা ছিল মোহামেডানের কিন্তু এএফসি লাইসেন্স না থাকায় সে সুযোগ হাতছাড়া হয় সাদা-কালোদের। আর ফেডারেশন কাপের রানার্স আপ হওয়ায় এএফসি কাপ বাছাই পর্বে ঢাকা আবাহনী।

 

আরও পড়ুন: নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে ইউনাইটেড

 

প্রিলিমিনারি রাউন্ড টু’য়ে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করেছে আবাহনীর ফুটবলাররা। নিজেদের সেরাটা দিয়ে ক্লাব ঈগলসকে হারাতে বদ্ধপরিকর আবাহনীর এলিটা-ফাহিমরা।

 

এ প্রসঙ্গে আবাহনীর ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম বলেন, ‘আমরা হোম অ্যাডভান্টেজটা পাব। আশা করি ভালো ম্যাচ হবে।’ এলিটা কিংসলে মনে করছেন, এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে দল। তাই জয়টা যে একমাত্র লক্ষ্য সেটা বলতে ভুলেননি এই ফুটবলার।

 

আরও পড়ুন: দুই বছর পর আবার ইউরোপে ফিরবেন নেইমার!

 

এএফসি কাপ সামনে রেখে বেশ কিছু বিদেশি ফুটবলার দলে ভিড়িয়েছে আবাহনী। শেখ জামাল থেকে ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট, মোহামেডান থেকে মুজাফরফরভ, ফর্টিস থেকে ডেনিলো ও চট্টগ্রাম আবাহনী থেকে ওজুকু ডেভিড ও মোস্তফাকে ধারে এনেছে ক্লাবটি। সবশেষ দুই ব্রাজিলিয়ানকে দলে টেনেছে আকাশী-নীলরা। মূল একাদশে জায়গা নিয়ে বিদেশি ফুটবলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।

 

দলের বিদেশি সাইনিং কর্নেলি স্টুয়ার্ট বলেন, ‘এই ম্যাচ জিতলে যেকোনো দল তিন পয়েন্ট পাবে। আমরা এই তিন পয়েন্টই পেতে চাই। আমি বেশ আত্মবিশ্বাসী এই ব্যাপারে।’  

 

প্রিলিমিনারি রাউন্ড টু উতরাতে পারলেই প্লে অফে ভারতের মোহনবাগান কিংবা নেপালের মাচিন্দ্রা এফসির মুখোমুখি হবে আবাহনী। তবে আপাতত ক্লাব ঈগলের বিপক্ষে বেশি নজর ফুটবলারদের।

 

আগামী ১৬ আগস্ট ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *