<![CDATA[
মালয়েশিয়ায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে ৮৯ লাখ রিঙ্গিত সহায়তা ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) কেদাহ রাজ্যের কুবাং জেলার কোডিয়াংয়ের একটি ধর্মীয় মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্টানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা, ক্রমবর্ধমান ঋণ ও ঘাটতি বাজেটের সম্মুখীন হওয়া সত্ত্বেও সরকার শিক্ষা, স্বাস্থ্য ও মসজিদের উন্নয়ন সর্বোপরি ইসলামী কর্মসূচি থেকে কখনও মুখ ফিরিয়ে নেবে না।
ঘোষিত এই অর্থ দেশটির কেদাহ রাজ্যের সবকটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করা হবে। এর মধ্যে ৬৪ লাখ রিঙ্গিত রাজ্যের আল-কুরআন ও ফারদু আইন (কাফা) স্কুলসহ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য শিক্ষাগত সুবিধা মেরামত ও উন্নত করার জন্য বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৫ অভিবাসী আটক
শুধু কেদাহ রাজ্যের জন্য বর্তমান সরকার বিভিন্ন কোর্স ও শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি ডেস্ক, চেয়ার, আলমারি, প্রজেক্টর, হোয়াইটবোর্ড, বুক ক্যাবিনেট ইত্যাদির মতো শিক্ষা সরঞ্জাম ও সুযোগ-সুবিধার জন্য মোট ৬ লাখ ৪ হাজার ১৮০ রিঙ্গিত ৩৬টি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কেদাহ ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের (জেএইচইএআইকে) অধীনে নিবন্ধিত ১২টি জেলার ৫৮৮টি মসজিদে ২৯ লাখ ৪০ হাজার রিঙ্গিত অনুদান অনুমোদনে সম্মত হয়েছে সরকার। আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনের সাথে মিল রেখে মসজিদের সৌন্দর্যবর্ধনের জন্য এই অনুদান দেয়া হয়েছে।
এদিকে ধর্মীয় মাধ্যমিক বিদ্যালয় নাহদাহ হাসানাহ মেলেলেকে আরও ১২ লাখ রিঙ্গিত বরাদ্দ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষাপরিচালনা ও উন্নয়নের জন্য, বিশেষ করে সারাদেশে মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত ২২৮টি সরকারি সাহায্যপ্রাপ্ত ধর্মীয় বিদ্যালয়ের (এসএবিকে) জন্য মোট ৮২ কোটি ১০ লাখ রিঙ্গিত বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন: অভিবাসীদের জন্য যে সুখবর দিল ইতালি
এছাড়া তার ঐক্যের সরকার, এই রাজ্যের ইসলামিক ভিত্তিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে কেদাহ রাজ্যে নিবন্ধিত ২৮টি পন্ডোক, তাহফিজ, মাহাদ এবং ধর্মীয় বিদ্যালয়গুলিতে মোট ১৯ লাখ ৮৫ হাজার রিঙ্গিত দান করবে।
]]>