Skip to content

মা হওয়ার আকাঙ্ক্ষায় জেলবন্দি স্বামীর প্যারোলে মুক্তি চাইলেন স্ত্রী | আন্তর্জাতিক

মা হওয়ার আকাঙ্ক্ষায় জেলবন্দি স্বামীর প্যারোলে মুক্তি চাইলেন স্ত্রী | আন্তর্জাতিক

<![CDATA[

বিয়ের কিছু দিন পরই একটি খুনের মামলায় গ্রেফতার হন স্বামী। পরে সেই মামলায় দোষী সাব্যস্ত হন। এরপর প্রায় সাত বছর ধরে জেলে রয়েছেন ওই ব্যক্তি। তবে মা হওয়ার আকাঙ্ক্ষায় এবার স্বামীর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন স্ত্রী। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাত বছর ধরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর জন্য প্যারোলে মুক্তি দেয়ার আবেদন করেছেন। আবেদনে ওই নারী উল্লেখ করেছেন, তিনি একটি সন্তান চান এবং তাই তার স্বামীকে প্যারোলে মুক্তি দেয়া হোক।

 

 প্রতিবেদনে বলা হয়, জেলবন্দি ওই ব্যক্তির নাম দারা সিং যাতব। গত সাত বছর ধরে জেলেই রয়েছেন তিনি। বিয়ের পরই একটি খুনের মামলায় জেলে যেতে হয় তাকে। এর জেরে দারা সিংয়ের স্ত্রীকে থাকতে হয়েছিল স্বামী ছাড়াই। বিয়ের সাত বছর হয়ে গেলেও সন্তান নেয়ার সুযোগ হয়নি। সে জন্যই এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দারার পরিবার।

 

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে বিষপানে বরের মৃত্যু, কনে লাইফ সাপোর্টে

 

এ বিষয়ে দারা সিংয়ের বাবা করিম সিং বলেন, তার পুত্রবধূ সন্তানের মা হতে চান। সে জন্যই তার জেলবন্দির ছেলের প্যারোলের আবেদন করা হয়েছে। এ আবেদন এরইমধ্যে শিবপুরীর পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

 

এ প্রসঙ্গে গোয়ালিয়র সেন্ট্রাল জেলের সুপারিন্টেডেন্ট ভিদিত সিরভাইয়া বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো আসামি দুই বছর জেলবন্দি থাকার পর প্যারোলের জন্য আবেদন করতে পারে। জেলবন্দি থাকার সময় অন্য বন্দি এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে বন্দির আচরণ ‘ভাল’ হয় তাহলে প্যারোলের আবেদন মঞ্জুর হতে পারে।

 

তিনি বলেন, প্যারোলের আবেদন মঞ্জুর করা বা না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন একমাত্র জেলা কালেক্টর।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *