<![CDATA[
সন্ত্রাসবাদের অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সাবেক এক সংসদ সদস্যকে ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৫২ বছর বয়সী উইন মিন্ট হ্লাইং আগেও বিভিন্ন অভিযোগে ২৫ বছরের সাজা পেয়েছেন। খবর আল-জাজিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অং সান সু চি এবং এনএলডি দলের সদস্যকে দেয়া রায়ের মধ্যে এটি সবচেয়ে বেশি কারাদণ্ডের রায়।
মামলা সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, সোমবার (৩১ অক্টোবর) দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরে ম্যাগওয়ে জেলার আদালত সন্ত্রাস দমন আইনের আটটি অভিযোগে উইন মিন্ট হ্লাইংকে দোষী সাব্যস্ত করে ১৪৮ বছরের কারাদণ্ড দেন। তিনি বলেন, এর আগে উসকানি ও সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে ২৫ বছরের সাজা দেয়া হয়।
আরও পড়ুন: যেভাবে মিয়ানমারের নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক জান্তা
উইন মিন্ট হ্লাইং বর্তমানে ম্যাগওয়ে কারাগারে আছেন। এই কারাগারে দীর্ঘ মেয়াদে সাজা পাওয়া বন্দিদের রাখা হয়।
উল্লেখ্য, সন্ত্রাসবাদ এবং অভ্যুত্থানবিরোধী কার্যকলাপের অভিযোগে মিয়ানমারে জুলাই মাসে চারজন রাজনৈতিক নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
এরই মধ্যে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে বেশ কয়েকটি মামলায় ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে তার সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে হেয় এবং নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতে এসব রায় দেয়া হয়েছে।
]]>