Skip to content

মুক্তির সাতদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম ২’ | বিনোদন

মুক্তির সাতদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম ২’ | বিনোদন

<![CDATA[

অবশেষে সিনেবোদ্ধাদের সব ধারণায় পানি ঢেলে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’-এর সিকুয়েল বক্স অফিসে প্রভাব বিস্তারে পুরোপুরি সফল। অনেকেরই ধারণা ছিল, মোহনলালের এ ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে আগে প্রচারের ফলে, তা দর্শকদের হলমুখী করতে ব্যর্থ হবে।

ছবিটি মালায়ালাম ছবির হিন্দি রিমেক। হিসাব মিলিয়ে মাত্র ৭ দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম ২’। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, শ্রেয়া শিরিন, তাবু, অক্ষয় খান্না। পরিচালক অভিষেক পাঠকের এই ছবি সাত নম্বর দিনে ব্যবসা করেছে  ৮.৬২ কোটির, এর জেরে ছবির সাত দিনের মোট কালেকশন দাঁড়িয়েছে ১০৪.৬৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ উরফির জন্য দুবাইয়ের দ্বার বন্ধ

এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মোহনলাল অভিনীত মালায়ালি ছবি ‘দৃশ্যম ২’। ছবির হিন্দি ভার্সনের প্রেক্ষাপটও কমবেশি একই। ছবির উপরি পাওনা চিত্রনাট্যকারের চরিত্রে সৌরভ শুক্লার উপস্থিতি। কিন্তু অজয়-অক্ষয়ের দ্বৈরথ এই ছবিকে অন্যমাত্রা দিয়েছে।

এছাড়া এই কালেকশনই বলে দিচ্ছে দৃশ্যম জ্বরে কাবু গোটা দেশ। ছবিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা মিলেছে অজয়ের। সাত বছর আগে বিজয়ের বড় মেয়ের হাতে খুন হয় আইজি মীরা দেশমুখ (তাবু)-এর ছেলে। পুরনো সেই কেসের তদন্তে ফের নামে গোয়া পুলিশ। এবার দায়িত্বে নতুন আইজি, অক্ষয় খান্না। তবে কি এবার পুলিশের হাতে ধরা পড়ে যাবে বিজয়ের পরিবার? নাকি ক্লাস ফোর ফেল কেবল অপারেটরের বুদ্ধির সামনে ফের একবার মাথানত করবে গোয়ার পুলিশ ডিপার্টমেন্ট? এই রহস্যের জটই খুলবে ছবিতে।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *