<![CDATA[
‘মুখে নৌকা অন্তরে ধান, এদের থেকে সাবধান।’ এই আহ্বান জানিয়েছেন কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহম্মদ আজিজ।
আরও পড়ুন: তিস্তা চুক্তির মধ্য দিয়ে ভারতের শুভবুদ্ধির উদয় হবে: কৃষিমন্ত্রী
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ড. এস এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম ও আবদুল মান্নান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আলাউদ্দিন আলা, যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ও হাওয়াল্লি শাখা যুবলীগের সভাপতি লুৎফর রহমান গাজী প্রমুখ।
আরও পড়ুন: ফিলিস্তিনে ইসরাইলি নৃশংসতা /ওআইসিতে বাংলাদেশের গভীর উদ্বেগ
আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সঙ্গে বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষার যথাযথ চর্চা, ব্যবহার এবং সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
]]>