Skip to content

‘মুচাসোস’-এর সুরে মেসিকে পরিচয় করিয়ে দিলো মিয়ামি | খেলা

‘মুচাসোস’-এর সুরে মেসিকে পরিচয় করিয়ে দিলো মিয়ামি | খেলা

<![CDATA[

অবশেষে ইন্টার মিয়ামির সঙ্গে গাঁটছড়া বেঁধেই ফেললেন লিওনেল মেসি। ইউরোপিয়ান ফুটবলে মেসির কীর্তিগুলো এখন অতীত। আটলান্টিকের ওপারে খুদে জাদুকরের জাদুকরী ফুটবলের চাক্ষুষ হওয়ার অপেক্ষার হলো ইতি। রোসারিও থেকে কাতালান ক্লাব বার্সেলোনা হয়ে যে বিশ্বজয়ীর যাত্রা শুরু হয়েছিল, ফ্লোরিডার ইন্টার মিয়ামিতে এবার তার যাত্রাবিরতি। মেসি নামের ভিনগ্রহের ফুটবলারের বুঝি আনুষ্ঠানিকভাবে শেষের শুরু হয়েই গেল।

‘হ্যাঁ বন্ধুগণ, মিয়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!’ হাস্যোজ্জ্বল মুখে এভাবেই ইন্টার মিয়ামির সমর্থকদের সামনে প্রথমবার হাজির হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন ক্লাবের হয়ে অনুশীলনে অংশ নিয়ে ও তিন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর মেসি হাজির হন সমর্থকদের সামনে।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে এসে ফের ১০ নম্বর জার্সি ফিরে পেলেন ৩৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী মহাতারকা। এর আগে ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন। ফরাসি ক্লাবটিতে নেইমার ১০ নম্বর জার্সি পরে থাকেন। তাই লিগ ওয়ানের ক্লাবটিতে বার্সেলোনা ক্যারিয়ারের শুরুর দিকে পরা ৩০ নম্বর জার্সিটি নিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন: অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

আগেই জানা গিয়েছিল রোববার (১৬ জুলাই) ইন্টার মিয়ামি মেসিকে সমর্থকদের সামনে হাজির করবে। এর আগেই অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সামনে হাজির হন মেসি। গায়ে ইন্টার মিয়ামির গোলাপি জার্সি। দারুণ এক ভিডিওর মাধ্যমে সুরে-ছন্দে উপস্থাপন করা হয়েছে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের সেলিব্রেশনে সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুরে ভিডিওতে হাজির হন মেসি।

সেই ভিডিওচিত্রে দেখা যায়, হুডিতে মুখ ঢাকা এক ব্যক্তি মিয়ামির স্টেডিয়ামে হাজির হয়ে গোলাপি স্প্রে দিয়ে মেসির নাম লিখছেন। এরপর সেই ব্যক্তি এক বড় পর্দার সামনে বসে পড়েন। আর সেই পর্দায় হাজির হন ইন্টার মিয়ামির জার্সি গায়ে চাপানো লিওনেল মেসি। হাস্যোজ্জ্বল মেসি মিয়ামির সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, ‘সি, মুচাসোস…মিয়ামিতে দেখা হচ্ছে।’

এর আগে বাহামা দ্বীপপুঞ্জে ছুটি কাটানো শেষে গত মঙ্গলবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রে পা রাখেন মেসি। এর চার দিন পর ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি। শুক্রবার (১৪ জুলাই) তিনি জানান লা গার্জাসদের হয়ে সমর্থকদের সামনে হাজির হওয়ার পরই তিনি তার নতুন সতীর্থদের সঙ্গে নতুন কোচ জেরার্দো মার্টিনোর অধীন অনুশীলন শুরু করবেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মেসির বরণ অনুষ্ঠানে গাইবেন শাকিরা!

সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান শেষে মেসি নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করলেন। এই চুক্তি অনুসারে মিয়ামির হয়ে প্রথম দুই বছর খেলার পর মেসি চাইলেই ক্লাব ছাড়তে পারবেন। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে মেসি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন।

মেসিকে অবশ্য রোববার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির সমর্থকদের সামনে উপস্থিত করা হবে। সেই উপলক্ষে ক্লাবটির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *