Skip to content

মুন্সিগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে আহত শিক্ষার্থী ঢামেকে ভর্তি | বাংলাদেশ

মুন্সিগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে আহত শিক্ষার্থী ঢামেকে ভর্তি | বাংলাদেশ

<![CDATA[

মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের গোলাগুলিতে কাউসার হোসেন (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

রোববার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার সরকারি হরগাঙ্গা কলেজের সামনে গুলির ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থীর বাড়ি উপজেলার মধ্যে মকোহাটি এলাকায়। তার বাবার নাম মো. সানাউল্লাহ। 

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু 

চিকিৎসাধীন কাউসার জানান, দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের অদূরে রিপন চেয়ারম্যান ও কল্পনা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। সেখান দিয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় বাসায় গেলে স্বজনরা হাসপাতালে নিয়ে যান।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুন্সিগঞ্জ থেকে এক কালেজছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *