Skip to content

মুম্বাইকে হারিয়ে টেবিলে চেন্নাইয়ের উন্নতি | খেলা

মুম্বাইকে হারিয়ে টেবিলে চেন্নাইয়ের উন্নতি | খেলা

<![CDATA[

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হলে যেন এক বাড়তি মাত্রা পায় খেলায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে গেছে ১৬তম আসরের ৪৯তম ম্যাচটি। যেখানে শেষ হাসি ফুটেছে চেন্নাইয়ের মুখে।

শনিবার (৬ মে) বিকেল ৪টায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে মুম্বাই। জবাবে ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। এই জয়ের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির দল। 
 

চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ডেভন কনওয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার রিতুরাজ গায়কওয়াড়। এই দুজনের বাইরে টপ অর্ডারের অজিঙ্কা রাহানে (১৭ বলে ২১ রান), আম্বাতি রাইডু (১১ বলে ১২ রান) ও শিবম দুবের (১৮ বলে ২৬ রান) ব্যাটে চড়ে জয় নিশ্চিত করে তাদের দল। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন পিযুষ চাওলা। 

 

আরও পড়ুন: নিজ দেশের জন্য আইপিএল ছাড়লেন জশুয়া লিটল
 

মুম্বাইয়ের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন নেহাল ওয়াধেরা। হারের ম্যাচে একটি লজ্জার রেকর্ড গড়েছেন দলপতি রোহিত শর্মা। ম্যাচটিতে তিনি শূন্য রানে সাজঘরে ফিরেছেন। দীপক চাহারের স্লোয়ার বলে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন রোহিত। এ নিয়ে আইপিএলের ইতিহাসে ১৬তম বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
 

এতদিন সর্বোচ্চ শূন্য রানের ইনিংসে রোহিতের সঙ্গী ছিলেন দীনেশ কার্তিক, সুনীল নারিন ও মানদীপ সিং। তিন জনই শূন্য রানে আউট হয়েছেন ১৫ বার। এবার সকলকে ছাড়িয়ে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত। এ দিন চেন্নাইয়ের পক্ষে ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা। 
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *