Skip to content

মুশফিকের মতো তামিমও ফর্মে ফিরবে | খেলা

মুশফিকের মতো তামিমও ফর্মে ফিরবে | খেলা

<![CDATA[

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে ঘিরে ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশও বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে শুরু করেছে। দল গঠনের উদ্দেশ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন নবনিযুক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে একটা সমস্যা নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটভক্তদের, আর সেটা হচ্ছে অধিনায়ক তামিম ইকবালের ফর্ম।

৫০ ওভারের ক্রিকেটে সবশেষ আট ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি তামিম। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচে ফিফটি করেছিলেন সেই ইনিংসটিও ঠিক ৫০ রানের। আর পরের আট ম্যাচে অধিনায়কের অ্যাভারেজ ২২-এর নিচে।  

 

ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজে রীতিমতো রানের বন্যা বইয়েছেন ব্যাটাররা। কিন্তু ধুঁকতে হয়েছে ওয়ানডে অধিনায়ককে। এরপর খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সেখানে সেঞ্চুরি পেলেও ৭০ এর নিচে স্ট্রাইক রেট নিয়ে আছে প্রশ্ন, যা বতর্মান ক্রিকেটে বড্ড বেমানান।  

 

আরও পড়ুন: শান্ত ছাড়াও যেসব বাংলাদেশি নিরপেক্ষ ভেন্যুতে সেঞ্চুরি করেছেন

 

বিশ্বকাপের বাকি আর পাঁচ মাস। এর আগে তামিমের এমন পারফরম্যান্স চিন্তায় ফেলেছে দলকে। গেল ওয়ানডে বিশ্বকাপে অফ ফর্মের কারণে মাশরাফী বিন মোর্ত্তজার খেলা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এবার তামিমকে নিয়ে আগে থেকেই উঠেছে সেই রব। তবে বড় আসরের আগেই তামিম ফর্মে ফিরবেন এমনটাই আশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই তিনি এখনই টাইগার অধিনায়ককে নার্ভাস করতে নিষেধ করেছেন।

 

তামিমের প্রসঙ্গে বিসিবিপ্রধান বলেন, ‘তামিম আমাদের একজন সেরা ব্যাটার ও ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস কইরেন না। মুশফিককে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, ফিরে আসে নাই? সুপারভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে এবং এ ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী।’

 

আয়ারল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে বলে জানান বোর্ড প্রেসিডেন্ট, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে এবং যে দলটা থাকবে এশিয়া কাপে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *