Skip to content

মেঘনায় ভেসে উঠলো মৃত ডলফিন | বাংলাদেশ

মেঘনায় ভেসে উঠলো মৃত ডলফিন | বাংলাদেশ

<![CDATA[

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনায় মৃত ডলফিনটি দেখতে পেয়ে তা উদ্ধার করে। পরে ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ।

তিনি জানান, রামগতি থানাধীন বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠে। পরে সেটিকে উদ্ধার করা হয়। এটি প্রায় অর্ধ পচা ছিল। যার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং ওজন প্রায় ১২০ কেজি।

আরও পড়ুন: কুয়াকাটায় ভেসে এলো আরও একটি মৃত ইরাবতী ডলফিন

তিনি জানান, ডলফিন মাছটির সম্মুখের নিচের চোয়াল ভাঙ্গা, গায়ের বিভিন্ন স্থানের চামড়া পচে খসে পড়েছে। ধারনা করা হচ্ছে, প্রায় ৮/১০ দিন আগে কোন নৌ-যানের পাখার আঘাতে ডলফিনটির সম্মুখের নীচের চোয়াল ভেঙ্গে যায়। এতে খাবার গ্রহণ করতে না পারায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা মৎস্য, প্রাণী সম্পদ ও বন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ডলফিনটি মাটি চাপা দেয়া হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি অফিসার মো. রুহুল কবির, উপজেলা লাইভ টোক অফিসারের প্রতিনিধি আ. কাদের মামুন, উপজেলা ফরেস্ট অফিসারের প্রতিনিধি মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *