Skip to content

মেজর সকার লিগে ১৫ বছর বয়সী ফুটবলারের অভিষেক | খেলা

মেজর সকার লিগে ১৫ বছর বয়সী ফুটবলারের অভিষেক | খেলা

<![CDATA[

মেজর সকার লিগের নাম কিছুদিন আগেও হয়তো খুব কমসংখ্যক মানুষই জানতেন। লিওনেল মেসি এই লিগের দল ইন্টার মিয়ামিতে যাওয়ায় তা এখন অনেকের মুখে মুখে। লিগটির পঞ্চম সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন স্টিভেন জিমেনেজ।

স্টিভেন জিমেনেজের বয়স মাত্র ১৬ বছর পূর্ণ হয়েছে। মেজর সকার লিগের দল এফসি সিনসিনাতিতে খেলেন তিনি। বৃহস্পতিবার (২২ জুন) টরন্টো এফসির বিপক্ষে অভিষে হয়েছে তার। অভিষেকের সময় তার বয়স ছিল ১৫ বছর ৩৬২ দিন। ২০০৭ সালের ২৪ জুন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন এমবাপ্পে

টরন্টোর বিপক্ষে ৯০ মিনিটে ইউয়া কুবোর বদলি হিসেবে মাঠে নামেন জিমেনেজ। ওই ম্যাচে মাত্র ৪ মিনিট খেলার সুযোগ পান তিনি। কোনো গোল-অ্যাসিস্ট করতে না পারলেও টরন্টোর বিপক্ষে তার দল জয় পেয়েছে ৩-০ গোলে।

আরও পড়ুন: ছবিতে মেসির জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত

মেজর সকার লিগে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ফ্রেডি আদু। ২০০৪ সালে ডিসি ইউনাইটেডের হয়ে মাত্র ১৪ বছর বয়সে অভিষেক হয়েছিল তার। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার আলফনসো ডেভিস জিমেনেজের চেয়েও কম বয়সে খেলেছিলেন ভ্যানকুইবার হোয়াইটক্যাপসের হয়ে। মাতাই আকিনবনি ডিসির হয়ে খেলেছিলেন ১৫ বছর বয়সে। ১৫ বছর ৩৬২ দিন বয়সে মেজর সকার লিগে খেলেছেন এরিক দুয়েনাসও।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *