<![CDATA[
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্পের তিনটি পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্টোরকিপার ও হিসাবরক্ষক পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ জুন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।
এ তিন পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪ জুন সকাল ও দুপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে চাকরি দিচ্ছে আইপাস, বছরে বেতন ১২ লাখেরও বেশি
কোনো প্রার্থী ২১ জুনের মধ্যে ডাকযোগে প্রবেশপত্র না পেলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) অফিসে যোগাযোগ করতে হবে।
প্রবেশপত্র না পেলে ২২ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করার ঠিকানা-
রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে (লেভেল ১১) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অফিস।
]]>